ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

মাসুদ হাসান উজ্জ্বল এর ‘বাতাস কলের সিম্ফনি’

কবিতা, নাটক ও চলচ্চিত্রে—নিজ মহিমায় উজ্জ্বল নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর সুবাতাস এখনো বইছে ইট-কাঠের এই শহরে, দেশের সীমানা ছাড়িয়ে পরদেশে! এবার প্রকাশিত হতে যাচ্ছে উজ্জ্বলের লেখা প্রথম উপন্যাস ‘বাতাস কলের সিম্ফনি’।


মাসুদ হাসান উজ্জ্বল বলেন—‘বাতাস কলের সিম্ফনি’ আমার প্রথম উপন্যাস। আমাদের অস্তিত্ব সংকট, বঞ্চনা আর প্রতিশোধের গল্প এর মূল উপজীব্য। মেটাফোরিক ধাঁচের লেখা এটি।


আগামী বইমেলায় প্রকাশিত হবে উজ্জ্বলের প্রথম উপন্যাস ‘বাতাস কলের সিম্ফনি’। এর প্রচ্ছদও করেছেন লেখক। বইটি প্রকাশ করছে কিংবদন্তি পাবলিকেশন। ২০১২ সালের বইমেলায় প্রকাশিত হয় উজ্জ্বলের প্রথম কাব্যগ্রন্থ ‘অর্ধেক কথা, অর্ধেক একা’। এটি প্রকাশ করে পার্ল পাবলিকেশন।


গত ২৩ অক্টোবর মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পায়। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন—শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। মুক্তির পর চলচ্চিত্রটি দর্শকের ঢের হাততালি কুড়িয়েছে।

ads

Our Facebook Page